ধামইরহাটে গ্রীণ ভয়েসের ২০ বছর পূর্তি উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘শব্দ-বায়ু ও বর্জ্য দূষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ, দুষণমুক্ত পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে সবুজদেশ গড়ার অঙ্গীকারাবদ্ধ সংগঠন গ্রীন ভয়েসের ২০ বছর পূর্তি উপলক্ষে ১৮ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে সাংবাদিক হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সভাপতি এস এম খেলাল ই রব্বানী। সমাবেশে আরও অংশগ্রহণ করেন ধামইরহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক এনামুল হোসেন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক নাজমুল হক, রেজুয়ান আলম, মমিনুল, গোলজার হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুুষ র্যালী ও সমাবেশে অংশগ্রহণ করেন।