জলঢাকায় বন্ধু মহল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
২২ Views
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল তুলে দেন বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক নীলাম্বর রায়, বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু,যুগ্ন সাধারণ সম্পাদক নুর আমিন, কৃষি বিষয়ক সম্পাদক সোলাইমান স্টালিন, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, সদস্য কামরুল, জাহেনুর ইসলাম জীবন, সম্রাট,আশরাফ হোসেন, ইসলাম, আনোয়ারুল ইসলাম প্রমুখ। কম্বল পাওয়া বৃদ্ধ রহমান বলেন কঠিন শীতে কম্বল পেয়ে আমি খুব খুশি। এসময় বন্ধুদের এমন উদ্যোগকে স্বাগত জানান কম্বল নিতে আসা অনেকেই। এমন কার্যক্রম সম্পর্কে পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ বলেন, আমাদের সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে তাদের মানবিক দায়িত্ব পালন করছে। এই শীতবস্ত্র বিতরণ কর্মসুচি একটি তারই অংশ, যা শীতার্ত মানুষের শীত নিবারনে কাজ করবে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই তৃনমুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে চলেছে। সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে কাজ করার আশা করেন তিনি। বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ জানান, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এই অঞ্চলে মানবসেবায় নিয়োজিত থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে চলেছে। এর আগে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা করে আসছে। এজন্য সংগঠনের নেতৃবৃন্দ মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।