বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

ঘোড়াঘাটে বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

২৯ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমার কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার সম্বলিত লিফলেট বিতরণ করেছেন উপজেলার তাঁতী দল। বুধবার (১৫ জানুয়ারী) বিকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে উপজেলা তাঁতী দলের আহবায়ক রিপন মিয়ার নের্তৃতে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা তাঁতী দলের আহবায়ক রিপন মিয়া বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান বিএনপির ২ বছর পুর্বে দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলার বিএনপির নেতৃবৃন্দ,যুবদল,কৃষকদল, সেচ্ছাসেবদল,তাঁতীদল, ছাত্রদল সহ আমন্ত্রিত হিসাবে আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Share This