শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সাঁথিয়া পৌর সদরের বাসাবাড়িতে দিন দুপুরে দুঃসাহসিক চুরি

সাঁথিয়া পৌর সদরের বাসাবাড়িতে দিন দুপুরে দুঃসাহসিক চুরি

 সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌর সদরে বাজারের সন্নিকটে কাজিপুুুুুুুুুুুুুুুুুুুুুুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গীতি কবি আবুল কালাম আজাদের বাসায় রোববার (২৩মার্চ) দিন দুপুরে বাসার গ্রিল ও দরজার তালা কেটে এবং আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা,স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এ ব্যাপারে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাসার মালিক। দিনদুপুরে চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

বাসার মালিক আবুল কালাম আজাদ জানান,ঘটনার দিন দুপুর একটার দিকে তিনি উপজেলা পরিষদে কাজে যান এবং তার পরিবারের লোকজন ঈদের কেনা কাটার জন্য বাসায় ছিলেননা।এ সুযোগে চোরেরা বাসায় ঢুকে সবকিছু চুরি করে নিয়ে যায়। কাজ শেষে তিনি এবং তাঁর পরিবারের লোকজন বাসায় এসে দেখতে পান গ্রিল কাটা,দরজার তালা ভাঙা এবং সবকিছু তছনছ।খোঁজ করে দেখেন উক্ত মালামাল চুরি হয়ে গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মালামাল উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS