
আক্কেলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২২ ইং : জয়পুরহাটের আক্কেলপুরে জমিতে আইল কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর নয়াপাড়া গ্রামে ঘটেছে। নিহত কৃষক ওই গ্রামের আব্দুল গফুরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার সময় কৃষক আনোয়ার হোসেন রোপা আমন চাষের জন্য মাঠে তার জমিতে আইল কাটতে যান। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক কৃষক আনোয়ার হোসেনের বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ বার ভিউ হয়েছে