বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

১৫ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে কৃষকদের নিয়ে বিএনপির অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী
এড আব্দুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসুর আলম আক্কাস।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, যুগ্ম আহŸায়ক মমতাজুল আলম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলম কাজল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আসাদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহŸায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সিদ্দিক প্রমূখ। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

Share This

COMMENTS