বিরলের মধ্য বল্লভপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুরষ্কার ও শীতবস্ত্র বিতরণ
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরলের মধ্য বল্লভপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিজোড়া ইউনিয়নের চৌমুহনী বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু।
দিনাজপুর জেলা প্রজন্ম দলের সদস্য ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা রুহুল আমিন, পৌর বিএনপির সহসভাপতি আশাদুল হক হিরা, উপজেলা কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমান, জেলা জাতীয়তাবাদী নাগরিক সমাজের সহসভাপতি ওয়াসিম আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক সেলিম রেজা, সদস্য নুর ইসলাম, যুবনেতা রাসেল হুদা, রাজারামপুর ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমূখ।
বক্তব্য প্রদান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।