পত্নীতলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার এএসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস আলীকে (৪২) আটক করা হয়। তার বাড়ি উপজেলার পাটিচরা ইউনিয়নের হেলেঞ্চা ডাংগি গ্রামে ও বাবার নাম মৃত কফিল উদ্দিন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধৃত আসামি ইউনুস আলীর বিরুদ্ধে জিআর ৪টি ওয়ারেন্ট ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৫ বার ভিউ হয়েছে