সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে কৃষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে কৃষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক কৃষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামে। এলাকাবি জানান, রাতের আধাঁরে কৃষি জমিতে পুকুর কাটছিলেন সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামের জান মাহমুদ। খালের মুখে পুকুর কাটার ফলে এলাকার শত শত জমি তলিয়ে যাওয়ার আশংকায় গ্রামবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই জান মাহমুদকে আটক করে। শনিবার ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন। জান মাহমুদ ওই কৃষি জমি মামুনশিয়া গ্রামের জনৈক ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে পুকুর খনন করছিল।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS