বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ার কাহালু থেকে অপহৃত ছাত্রীকে নাটোর থেকে উদ্ধার 

বগুড়ার কাহালু থেকে অপহৃত ছাত্রীকে নাটোর থেকে উদ্ধার 

নাটোর প্রতিনিধি   ; বগুড়ার কাহালু  থেকে অপহিৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে নাটোর থেকে উদ্ধার করেছে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্প। মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকা থেকে অভিযুক্ত সোহানকে গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্ত সোহান তেগাছি এলাকার কালামের পুত্র।

র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার কাহালু এলাকা থেকে ১ মাস আগে নাটোরের তেগাছি এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। সোহান তাকে উত্যক্ত  করায় তারা বগুড়া ফিরে যায়। গত ৯ মে স্কুল ছাত্রী নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সোহান সহ তার সহযোগিরা বিবিরপুকুর বাজার থেকে অপহরন করে।

এই ঘটনায় ওইদিন ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে কাহালু থানায় সোহান সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব-০৫ নাটোর ক্যাম্পে সদস্যরা মঙ্গলবার রাতে সোহানকে গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধর করে।

র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর হাসান মাহমুদ বলেন, গ্রেফতার সোহান ও স্কুল ছাত্রীকে মঙ্গলবার রাতেই বগুড়ার কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS