বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কাগজপত্র না থাকায় সেনবাগে এক হাসপাতাল ও ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  দুইটির ৬০ হাজার টাকা জরিমানা

কাগজপত্র না থাকায় সেনবাগে এক হাসপাতাল ও ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  দুইটির ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগের কাগজপত্র বিহীন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং দুইটি হাসপাতাল মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কোন কাগজপত্র না থাকায় সেবারহাট বাজারের ইউনাইটেড হাসপাতাল ও এস.বি ল্যাব নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে। একই সময় ডিউটি ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং পরিবেশ ছাড়পত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশের, সেবারহাট মেডিকেল সেন্টার ও নুর হাসপাতাল মালিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ছাড়াও শনিবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মহিবুস ছালাম খান সবুজের নেতৃত্বে সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারের সিটি ডায়াগনস্টিক সেন্টার ও ছাতারপাইয়া বাজারের জেনুইন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুইটি সিলগালা করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল্লাহ রাসেল এমওডিসি ডাক্তার কামাল হোসেনসহ ৮ সদস্যের অভিযানিক দল ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এবং সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মহিবুস ছালাম খান সবুজ জানান, যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র নাই সেসকল প্রতিষ্ঠার সিলগালা করে দেওয়া হবে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS