বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার 

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেফতার 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি; নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জুয়েল শেখ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃত মোঃ জুয়েল শেখ কালিয়া থানাধীন শীতলবাটি গ্রামের মোঃ জাহিদুল শেখের ছেলে।
 বৃহস্পতিবার  (৯ নভেম্বর) সকালে কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের মহসিন মোড় চৌরাস্তা থেকে  তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসমীম আলম।
ওসি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার  এসআই (নি:) মোঃ আজিজুর রহমন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। ধৃত আসামির সহযোগী ইয়াসিন মোল্যা (৪১) দ্রুত পালিয়ে যায় । তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে নড়াইল কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 পুলিশ সুপার  মোসা: সাদিরা খাতুন বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS