শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মা শুধুই মা

মা শুধুই মা

মা শুধুই মা

জাহাঙ্গীর বাবু 

পাগলী তিনি ও মা,উম্মাদ তিনি ও মা
বোকা তিনি ও মা,রাগী,বদমেজাজি
ল্যাংড়া,খোঁড়া,অন্ধ,বারবনিতা তিনিও মা।
ব্যাভিচারীনি,অবিবেচক, নীতিহীন
সন্তানদের মাঝে অসম ভাবে, ভালোবাসা,
দোয়া,দায়িত্ব অর্থ,সম্পদ,বন্টনকারীনী তিনিও মা।
এতো গুলো খারাপ দিক যে মায়ের,
যে এই মাকেও কটুক্তি করে
যে এই এই মায়ের সম্পর্কে মন্দ বলে
তাকে খুন করলেও আপত্তি নেই ফাঁসির দড়িতে ঝুলতে!
ক্রস ফায়ারে পড়লে, গনপিটুনিতে পড়লে
 এক বার ও বাঁচার মিনতি করবেনা সু-সন্তান।
 সন্তান গর্ভে নিয়ে নয়টি মাসের যন্ত্রণার
 কি প্রতিদান দিতে পারে সন্তান ?
এক ফোঁটা দুধের বিনিময় কি দিয়ে দিবে সন্তান?
সন্তানের অসুস্থায় মায়ের অস্থিরতা,
আল্লাহর দরবারে সন্তানের আরোগ্য লাভের
সেজদায় ঝারানো অশ্রুর কি মূল্য দিবে সন্তান?
মায়ের আঁচলে শীতল হওয়া
মুহুর্ত গুলোর কি ভাবে ফিরিয়ে দেবে সন্তান?
ঘরে ফিরতে দেরী হলে সন্তানের,ব্যাকুল মায়ের
নোনা জল কি করে ফেরত দেবে সন্তান?
আফসোস, সন্তানই পারে মায়ের কটুক্তি সইতে!
ধিক্কার,সন্তানই স্ত্রীর কথায়, নয়তো সম্পত্তির জন্যে
আঘাত করতে পারে?
লজ্জা, মা কে রাস্তায় ফুটপাতে ফেলে সন্তান পালায়!
আফসোস, পরিবার নিয়ে মা থেকেই দূরে থাকে সন্তান
নিজের সুখের আশায়, নিজ সন্তানের উন্নত ভবিষ্যতের আশায়।
বৃদ্ধাশ্রম,পথে ঘাটে হয় সন্তানের মা- বাবার ঠিকানা।
কত সন্তান একা কাঁদে,বুক ভাসায়, মায়ের সুখ শান্তি কামনায়।
মা শুধুই মা, হ্যা,মা শুধুই মা।
আল্লাহ,জগতের সকল মা কে তার সন্তান নিয়ে সুস্বাস্থ্য নিয়ে পরিবার নিয়ে ভালো রাখুন।আমিন।
৬৮ বার ভিউ হয়েছে
0Shares