সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতে কারাভোগ শেষে ২০ জন যুবক যুবতি ও শিশু বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ

ভারতে কারাভোগ শেষে ২০ জন যুবক যুবতি ও শিশু বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ

শার্শা (যশোর) সংবাদদাতা: ভারতে কারাভোগ শেষে ২০ জন যুবক যুবতি ও শিশু বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ করেছে বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিঃ এর সময়। এ সময় বাংলাদেশে জাতীয় মহীলা আইনজিবী সমিতির প্রগ্রাম অফিসার রেখা বিশ^াস বাংলাদেশের পক্ষে তাদের গ্রহন করে।

বেনাপোল ও ভারত ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের কে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডাইরি ভুক্ত করে। জাতীয় আইনজিবী সমিতির নিজিস্ব শেল্টার হোমে পাঠিয়ে দেবেন বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ। সেখানে তাদের ঠিকানা যাচাই বাছাই শেষে প্রকৃত অভিভাবকদের হাতে তুলে দিবেন জাতীয় মহিলা আইনজিবী সমিতির কর্মকর্তারা। ভারতের বিভিন্ন শেল্টার হোম ও কারাভোগ কারীরা হলেন – কুমিল্লা জেলার খাদঘর সূর্যপুর গ্রামের সফিউল্লার মেয়ে মাহামুদা(১৬), কক্সবাজার সদর উপজেলার আউলিয়াবাদ গ্রামের হোসেন আলীর মেয়ে আমেনা বেগম (২৫), কক্সবাজার জেলার রামু উপজেলার সামছুল আলমের কন্যা দিলদ্বার বেগম (২০), কক্সবাজার জেলার রামু থানার পেচারদ্বীপ গ্রামের ইমাম হোসেনের দুই পুত্র -জয়নাল(১৬) ও সোহেল(১২), গোপালগঞ্জ জেলার দেবাসুর গ্রামের রঞ্জনবরের মেয়ে সংকরী বর (১৭), ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার আজলপাড়া গ্রামের ইব্রাহিমের মেয়ে লাকি আক্তার(১৫), ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালেরটিলা গ্রামের মোনছের মোল্লার পুত্র খোরশেদ শেখ বি- বাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার খলিলের মেয়ে রোজিনা খাতুন-(১৫) একই জেলার ছলিমাবাদ গ্রামের দুলালের মেয়ে সামেনা খাতুন(২৬), নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াঘাটি গ্রামের সজল বিশ^াসের মেয়ে সুলতানা আক্তার(২৬), নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা সাহতা গ্রামের মৃত এলজার মিয়ার পুত্র পারভেজ সহ মোট ২০ জন যুবক যুবতী ও শিশু রয়েছে। এ সময় শার্শা উপজেলার নির্বাহী অফিসার নারান চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, বেনাপোল বিজিবি ও পেট্রাপোল বিএসএফের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

৭৬ বার ভিউ হয়েছে
0Shares