শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, অপরাধে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড।
নড়াইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দিয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইমন (২০) নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাইদ হোসেনের ছেলে।এসআই শিশির কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে ইমন (২০) নামে ওই যুবককে ইফটিজিংয়ের দায়ে গ্রেফতার করেন। পরে গ্রেফতার ইমনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ বলেন, ইফটিজিং এর অপরাধে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS