শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোর পৌর মেয়র ইমরুল হক ষ্টক করে মেডিকেলে ভর্তি 

তানোর পৌর মেয়র ইমরুল হক ষ্টক করে মেডিকেলে ভর্তি 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক ষ্টক করে একটি মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে মেয়র ইমরুল হক ষ্টক করলে দ্রুত মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মেয়র ইমরুল হকের শশুর বাড়ি খুলনাতে এ ষ্টক হওয়ার ঘটনা ঘটেছে। এসময় তার শশুর বাড়ির লোকজন দ্রুত তাকে খুলনার একটি মেডিকেলে ভর্তি করেন। বর্তমানে তার শারিরিক অবস্থা অনেক উন্নত হয়েছে। কিছু দিন বেড রেস্ট নিলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মেয়র ইমরুল হকের পরিবারের লোকজনকে জানান কর্তবরত ডাক্তার। অন্যদিকে হঠাৎ করে মেয়র ইমরুল হকের ষ্টক হওয়ার কথা নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে নির্বাগ হয়ে পড়েন নেতাকর্মী সমর্থকরা। মেয়র ইমরুল হকের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের লোকজন মেয়র ইমরুল হকের জন্য দোয়া কামনা করেছেন।
২৭ বার ভিউ হয়েছে
0Shares