রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে মুন্ডা শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

ধামইরহাটে মুন্ডা শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে চারদিন ব্যাপী বাংলাদেশ মুন্ডা ছাত্র-ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী উপস্থিত হলে তাঁকে নেচে-গেয়ে বর্ণাঢ্য সম্মানার মাধ্যমে বরণ করেন মুন্ডা শিক্ষার্থীরা। বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং ধামইরহাট মুন্ডা এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএমএসএ কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক কুরশিদ পাহানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ধরণী পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের সভাপতি প্রকৌশলী ড. ফিজার আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্রভাষক এস.সি আলবার্ট স্বরেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, উপজেলা পারগানা বাইসির উপদেস্টা নরেন হাসদা, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, আদিবাসী গবেষক স্বপন রেজা, আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা সুধীর পাহান, সম্মেলন কমিটির যুগ্ম আহবায়ক পিন্টু পাহান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, আজাদ হোসেন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চারদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয় ২৭ ডিসেম্বর শেষ হবে ৩০ ডিসেম্বর। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থী এ জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

৫০ বার ভিউ হয়েছে
0Shares