বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সুমন হাসপাতালে ভর্তি

নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সুমন হাসপাতালে ভর্তি

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলে অজ্ঞান পার্টির কবলে পড়ে সুমন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, যশোরের খালদার এলাকার বাসিন্দা জিকু মিয়ার ছেলে সুমন গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে যাত্রীবাহী বাসে চড়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে ৪০হাজার টাকাসহ কাছে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

শুক্রবার দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ বাস কাউন্টারে সুমনকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিসক মো: শামীমুর রহমান জানান, চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন ।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares