বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নড়াইলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকালে সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আউড়িয়ার নাকশী চিত্রা বহুমুখী আশ্রয়ণ প্রকল্পের ১০০ দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে পোলাও এর চাল এক কেজি, মুসুর ডাল আধা কেজি, সয়াবিন তেল আধা লিটার, চিনি এক কেজি, সেমাই এক প্যাকেট ও এক কেজি আলু দেয়া হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার এর সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন, স্থানীয় জন প্রতিনিধি ও উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন ।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS