সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হরিনাকুন্ডুতে ভেজাল দস্তা সার রাখার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হরিনাকুন্ডুতে ভেজাল দস্তা সার রাখার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- হরিনাকুন্ডুতে ৩ টি দোকানে অভিযান চালিয়ে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ এপ্রিল) হরিনাকুন্ডু বাজারে অভিযান চালিয়ে নকল দস্ত সার মজুত রাখার অপরাধে এসব জরিমানা করা হয়। হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে ভেজাল দস্তা সার রাখার অপরাধে হরিনাকুন্ডুর রাসেল ট্রেডার্স ৩০ হাজার টাকা ও হরিনাকুন্ডুর হল বাজারে অবস্হিত রিফাত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানে মজুতকৃত দস্তা সারে জিংকের শতকরা উপস্হিতির পরিমান পরীক্ষার জন্য গত ফেব্রæয়ারী মাসে নমুনা ল্যাবে পাঠানো হয়। এতে জিংকের শতকরা পরিমান পাওয়া ১১ শতাংশ কম পাওয়া যায়। ১০ এপ্রিল নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর ২৭ এপ্রিল উক্ত প্রতিষ্ঠান দুটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এছাড়াও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সেলিম আহমেদ নিয়মিত বাজার মনিটরিং সেলের মাধ্যমে হরিণাকুন্ডু বেল্টুর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে ওমর আলী নামে একজন ব্যবসায়ীকে নগত ১০০০ টাকা জরিমানা করেন।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS