মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কালিয়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম ইসলাম নড়াইল : “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেে কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন কালিয়া থানা পুলিশ। ১৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করণে পুলিশের সহযোগিতা কামনা করেন।

কালিয়া থানা পুলিশের উদ্যোগে সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রণব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন কালিয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা উল্লেখ করে বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল হিসাবে তিনি দেখতে চান। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখারও আহŸান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কালিয়া সরকারি আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম প্রমুখ।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS