মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলার-তজুমদ্দিনে জেলে ও অজেলে মাঝে নিন্মমানের গরু বিতরনের অভিযোগ

ভোলার-তজুমদ্দিনে জেলে ও অজেলে মাঝে নিন্মমানের গরু বিতরনের অভিযোগ

৪৭ Views

মিজানুর রহমান- তজুমদ্দিন থেকে ফিরে : ভোলার তজুমদ্দিনে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রকল্পের আওতায় ৫০ জন জেলে ও অজেলেদের মধ্যে নিন্ম মানের রোগাক্রান্ত গরুর (বকনা বাছুর) বিতরণ করার অভিযোগ উঠেছে। সোমবার ১৭ ফেব্রæয়ারী দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে বাছুর গুলি বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন চাকুরী জীবন তজুমদ্দিনে হওয়ায় সজ¦ন প্রিতি করে প্রকৃত জেলেদের মধ্যে গরু বিতরন না করে র্দুনীতির আশ্রয় নিয়েছেন এবং তার কাছে গরু ক্রয়ের তথ্য চাইলে তিনি সম্পূর্ণ তথ্য গোপন করে তার মনগড়া বক্তব্য দিয়ে তিনি অফিস থেকে সটকে পরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, গরু ক্রয়ের সকল কার্যক্রম মৎস্য অফিস একটি কমিটির মাধ্যমে করেছেন। আমি শুধু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব বলেন, ই-জিপির সহায়তা ঠিকাদারের মাধ্যমে ভোলা ডিএফও অফিস টেন্ডার আহবান করে। প্রতিটি গরুর বরাদ্দ ২৮ হাজার হলেও তিনি ২৮ হাজার টাকা বুঝেন তো..!। বিতরণকৃত গরুগুলি রোগাক্রান্ত বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিতরণ করা গরু অসুস্থ্র হলে বা মারা গেলে ঠিকাদার রিপ্লেস করে দিবে। তবে ঠিকাদারের নাম এড়িয়ে যান তিনি। অজেলেদের কাছ থেকে গরুগুলো উদ্ধার করে প্রকৃত ও বঞ্চিত জেলেদের মাঝে বিতরনের দাবী জানান স্থানীয়রা।

Share This