
পার্বতীপুরে কৃষকের গোখাদ্যের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা

বিশেষ প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুরের মন্মথপুরের ছোট হরিপুরে কৃষকের গো-খাদ্যের ঘাঁস ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে কথা হয় ক্ষতিগ্রস্ত কৃষক নয়নের সাথে।সে জানায়,গত ৮ই মার্চ(শনিবার)দিন গত রাত্রি সাড়ে ৮টায় রুহুল গংরা ট্রাক্টর দিয়ে আমার ক্রয়কৃত ৪৬ শতক জমির গোখাদ্যের জন্য উৎপাদিত কাঁচা ঘাঁস নষ্ট করে দেয়।এই জমিটি আমি বিগত ২০১৬ সালে ক্রয় করি।তখন থেকেই চাষাবাদ করে আসছি।হঠাৎ ৮ বছর পর কি এমন হলো তারা এই জমি ওয়ারিশান মূলে দাবি করে এই ক্ষতি করলো আমার?তার দাবি ৫২ দাগে ১০ শতক!তাহলে সে ১০ শতক নষ্ট করতে পারত!আমার ৫১ দাগের ৩৬ শতকের ক্ষেত কেন নষ্ট করলো?
বিষয়টি নিয়ে অভিযুক্ত রুহুলের মুখোমুখি হলে তিনি বলেন, ওয়ারিশান মূলে আমরা ঐ জমির মালিক।আমাদের সম্পত্তি সে কিনলো কেন?এজন্যই ট্রলি দিয়ে তার ঘাঁস ক্ষেত নষ্ট করে দিয়েছি।
এ বিষয়ে অভিযোগটির তদন্ত কর্মকর্তা এস আই মমিনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,জমিটি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিবাদ চলছে।জমি এখন দুই পক্ষই দাবি করে।নয়ন বলে সে খায়, রুহুল বলে সেও খায়।
গোখাদ্য কে নষ্ট করল?এটির তদন্তে কি পেলেন?এমন প্রশ্নের উত্তরে ওই তদন্ত কর্মকর্তা জানালেন,বিষয়টি এখনো তদন্তাধীন আছে।