শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নূরে মদিনা মডেল মাদ্রাসা রংপুরের উগ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নূরে মদিনা মডেল মাদ্রাসা রংপুরের উগ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥  নূরে মদিনা মডেল মাদ্রাসা রংপুরের উগ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে নগরীর গুপ্তপাড়াস্থ নূরে মদিনা মডেল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা। সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া ব্যাক্তিত্ব মাও. মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানী, ঢাকা।
বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ ইবনে রহমান লিখনের সভাপতিত্বে এবং নূরে মদিনা মডেল মাদ্রাসার পরিচালক মাও. মোহাম্মদ নিয়ামুল হক বিপ্লবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল করিম ডলার, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, মোঃ মোখলেছুর রহমান, বাংলার চোখ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফি, সাবেক কাউন্সিলর মোঃ হাফিজা আহম্মেদ ছুট্টু,বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আজিজ শাহীন ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ইকরামুল হক।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS