
সাঁথিয়ায় মধ্যরাতে সড়কের ওপড় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সডকের ওপড় গাছ ফেলে ট্রাক,মাইক্রোবাস,সিএনজি চালিত অটোরিকশাসহ অন্তত ৩৫ থেকে ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার(২৮ফেব্রæয়ারি)দিবাগত রাত দেড়টার দিকে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের ছেঁচানিয়া কালভার্ট নামক স্থানে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার(২৮ফেব্রæয়ারি)দিবাগত রাত দেড়টার দিকে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কে ছেঁচানিয়া কালভার্ট নামক স্থানে ডাকতেরা সড়কের পাশে থাকা গাছ কেটে সড়কের ওপড় ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশ, মটরসাইকেল সহ ৩৫ থেকে ৪০ টি গাড়ি আটকে পড়ে।
এসময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি,চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাই ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাÐব চলে বলে জানা যায়।
ডাকাতির কবলে পড়া সিএনজি যাত্রী সাংবাদিক তোফাজ্জল হোসেন জানান, সিএনজি যোগে বেড়া থেকে সাঁথিয়া বাসায় আসার পথে ছেঁচানিয়া কালভার্ট নামক স্থানে পৌঁছালে বেশকয়েকজন মুখোশধারী ডাকাত আমার ঘাড়ে হাসুয়া রেখে আমার মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয়। এসময় আমার সিএনজির পেছনে থাকা বিদেশ ফেরত যাত্রীর মাইক্রোবাস এসে দাঁডায়। তাৎক্ষণিক ঢাকাত দলের একজন বলতে থাকে এই কালু এদিকে আয় হায়েক্স আসছে। তখন আমার পেছনে থাকে মাইক্রোবাসকে ভাঙচুর করে সকল মালামাল লুট করে নেয়।
ডাকাতির কবলে পড়া বিদেশ ফেরৎযাত্রী পাবনার টেবুনিয়ার শাহিন আলম,হৃদয় হোসেন,শরিফুল ইসলাম,আওতাপাড়ার সুমন,দাপনিয়ার বিদ্যুত হোসেন জানান, আমরা বিদেশ থেকে দেশে ফিরে মাইক্রোবাসে গ্রামের বাড়ি যাওয়ার পথে উক্তস্থানে ডাকাতেরা আমাদের জিম্মি করে আমাদের শখের মোবাইলফোন,টাকা ও স্বর্ণালঙ্কারসহ সবকিছু কেড়ে নিয়েছে।
ডাকাতির কবলে পড়া আরেক যাত্রী আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বার বার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত করবেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল দিয়ে যায়।
তিনি বলেন,একটা হায়েক্সে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে অনেককেই মারধর করে।
সিএনজি চালক রফিক জানান, বেড়া সিএনবি থেকে একটি যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে ছেঁচানিয়া কালভার্টের কাছে আসলে ডাকাতেরা আমার সিএনজির গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে দোশীয় অস্ত্র ধরে টাকা পয়সা ও মালামাল লুটে করে নেয়।
স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান বলেন,খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযোগ পেয়েছি ও তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।