
বিরলের কড়াই বিল পাড়ের গাছ কাটা নিয়ে থানায় মামলা\ কর্তনকৃত গাছ জব্দ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরলের কড়াই বিল পাড়ের গাছ কাটা নিয়ে গাছ বিক্রেতা ও ক্রেতা উভয়কে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। কর্তনকৃত গাছ আংশিক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদ কায়সার বাদী হয়ে উপজেলার বিরল গ্রামের মৃত উসমান গনী এর ছেলে মোঃ আইবুর রহমান (৬৮) ও কোতয়ালি থানার পশ্চিম রামনগর গোবরাপাড়া এলাকার মৃত আজিজার এর ছেলে জোবাইদুর রহমান (৫৫) দ্বয়সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে তিনি জানান, বিরল উপজেলার ১৩৩নং জেএল ভূক্ত ০২.৫ শংকরপুর মৌজার ০১ নং খাস খতিয়ান ভুক্ত ৭০৪নং দাগে ৫৬.১০ একর জমি (যা বর্তমানে কড়ই বিল নামে) পরিচিত এর ১৭০টি মাঝারী আম গাছের ২০০ টি টুকরা এবং ০২টি কাঁঠাল গাছের ০৪টি টুকরাসহ মোট ১৪৮৯ ঘনফুট (জ্বালানী) যার মূল্য অনুমান ৭৪ হাজার ৪৫০ টাকা জব্দকৃত মালামালসহ অপর ০১টি ট্রাক্টর (ট্রলি) তে কর্তনকৃত গাছ রেখে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০১টি ট্রাক্টর (ট্রলি) সহ বর্নিত গাছ জব্দ করেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মুখে জানতে পারেন যে, ১নং আসামীর নির্দেশে ২নং আসামীসহ অজ্ঞাতনামা ১০/১২জন আসামী ঘটনাস্থলে (সরকারী সম্পত্তিতে আসিয়া) উক্ত সম্পত্তিতে থাকা সরকারী আম ও কাঁঠাল বাগানসহ বিভিন্ন ধরণের গাছ অসৎ উদ্দেশ্যে কেটে চুরি করে নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে তিনি সংগীয় উপজেলা বন কর্মকর্তা মোঃ মহসিন আলী কে নিয়ে মালামালগুলো উদ্ধারের ব্যবস্থা ও এজাহার দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এজাহার পেয়ে ১০/৮০ নং মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।