মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে পুকুরের পানিতে আব্দুলা প্রায় আড়াই বছরের এক শিশুর মিত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত আব্দুলা দশমিনা সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার বাসিন্দা ও উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাাখালী গ্রামের মাওলানা মো. আবুল হোসেনের ছোট ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে অন্যশিশুদের সাথে খেলতে গিয়ে সবার অগোচরে সবুজবাগ এলাকার বাসার দক্ষিন পাশের পুকুরের পানিতে পরে যায়। পরে দীর্ঘ সময় দেখতে না পেয়ে  শিশু আব্দুলা’র মায়ের ডাকচিৎকারে এলাকার মানুষ খোঁজা খোজির এক পর্যায়ে পুকুরের পানিতে বাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলার সবুজবাগ এলাকা থেকে নিহত শিশু আব্দুলার লাশ দুপুর ৩টার দিকে আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাড়িতে নিয়ে যান এবং বাদ আসর বাড়ির মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে নিহতে পরিবার সূত্রে জানান।
দশমিনা সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Share This

COMMENTS