বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে বর্ষিয়ান সাংবাদিক নেতা মন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত

যশোরে বর্ষিয়ান সাংবাদিক নেতা মন্টুর স্মরণ সভা অনুষ্ঠিত

১৯ Views

যশোর : যশোরে বর্ষিয়ান সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১২টার সময় প্রেসক্লাব যশোরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত।
স্মরণ সভায় আলোচনায় অংশ নেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেডিইউজের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জেডিইউজের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল, দৈনিক স্পন্দনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, মাগুরা কল্যাণ ফোরাম যশোরের সাবেক সভাপতি মোহন মিঞা, জেডিইউজের নির্বাহী কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু’র দীর্ঘ জিবনী নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, সাংবাদিক নেতা মন্টু আজীবন সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন করে গেছেন। তারা মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্মরন সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা আজিজুর রহমান সবুজ দোয়া মাহফিল পরিচালনা করেন।

Share This