বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ধামইরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৬৫ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ও ঐতিহ্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জি. কেএমএস মুসাব্বির শাফি। এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক মো. ফেরদৌস খান, যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক নুরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, মিজানুর রহমান, পৌর ছাত্রদল আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ।

সবশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

Share This