বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলার জনপ্রিয় শিক্ষক এনায়েত উল্লাহ স্যার আর নেই

ভোলার জনপ্রিয় শিক্ষক এনায়েত উল্লাহ স্যার আর নেই

৫২ Views

ভোলা প্রতিনিধি : ভোলার জনপ্রি শিক্ষক সরকারী কলেজের উপ্যাধক্ষ্য আলহাজ¦ মোঃ এনায়েত উল্লাহ স্যার (৬৬) আর নেই। বৃহস্পতিবার(২জানুয়ারী)রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রয়াতের নামাজে জানাজা শুক্রবার (৩ জানুয়ারী) বাদ জুন্ম ভোলা হাসপাতাল রোর্ডের টাউন স্কুল খেলার মাঠে অনুষ্ঠানের শেষে হাসপাতাল রোডস্থ্য নিজ করবস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে। মৃত্যু কালে তিনি-১ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্র জানান, আলহাজ¦ এনায়েত উল্লাহ স্যার ভোলা কালি বাড়ি রোডের স্থায়ী বাসিন্দা। তার সাবেক বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি চাকরী জীবনে ভোলা সরকারী ফজিলুতুন নেসা মহিলা কলেজের ইংরাজী বিভাগের প্রধান এবং ভোলা সরকারী কলেজের উপ্যাধক্ষ্য এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রশাসন কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তিনি চাকুরী জীবন থেকে এলপিআরে গিয়েছেন। তার হাজারো গুনের মধ্যে একটি ছিল –
নানা কারণে পড়ালেখা অনিশ্চিত হয়ে যাওয়া অনেক ছাত্র-ছাত্রীকে তিনি সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করে আলোর পথে নিতেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতেন। তার হাতে গড়া লাখ লাখ শিক্ষার্থীরা – প্রশাসন, বিচার, পুলিশ প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষক, সাংবাদিক, এ্যাডভোকেট,ব্যাংকার, রাজনীতিবিধ এবং ব্যবসায় রয়েছেন। সামাজি কর্মকান্ডে ও বিপদে তিনি থাকতেন সবার আগে। বৃহস্পতিবার রাতে স্যারের মৃত্যুর খবর ভোলায় পৌছলে হাজার হাজার মানুষ তার বাড়িতে ভীর জমায়, অনেকে কান্নায় ভেঙ্গে পরেন। শুক্রবার সকালে মরহুমের লাশবাহী এ্যামবুলেন্স হাসপাতাল রোর্ডের বাস ভবনে পৌছলে সেখানে কালো মেঘের ছায়া নেমে আসে, তাকে এক নজর দেখার জন্য মানুষ হুমরি খেয়ে পরেন। নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহন করেন।
জনপ্রিয় শিক্ষক আলহাজ¦ মোঃ এনায়েত উল্লাহ স্যারের মৃত্যুতে হাজার হাজার প্রশাসন,বিচারক,শিক্ষক,সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা,ব্যাংকার, এ্যাডভোকেট,রাজনীতিবিধ, প্রবাসি ছাত্র-ছাত্ররা এবং ব্যবসায়ীরা শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Share This