বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে আলুক্ষেত থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসার কর্মচারীর লাশ উদ্ধার।

জয়পুরহাটে আলুক্ষেত থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসার কর্মচারীর লাশ উদ্ধার।

১০ Views

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলায় নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর করিমপুর গ্রামের এক বৃদ্ধের মরদেহ আলুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) করিমপুর গ্রামের কুজাইল দীঘির বড়কোদাল মাঠের আলুক্ষেতে মরদেহটি পড়ে ছিল। গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম লাশ দেখে থানায় খবর দেন।নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক খান ফটু (৬৫)।

তিনি করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক।করিমপুর চৌমুহনী বাজারে যাওয়ার কথা বলে বের হলেও, তিনি আর ফিরেননি। পরিবারের সদস্যরা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।সকালে গ্রামের মাঠে এক কৃষক আলুক্ষেতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিকেলে বাজারে গিয়েছিলেন। কে বা কারা আমার বাবার জীবন কেড়ে নিল? এটা কোনো দুর্ঘটনা নয়, কেউ তাকে হত্যা করেছে। আমরা এর ন্যায়বিচার চাই। লাশের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। এই হত্যার পেছনের কারণ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

পরিবারের দাবি, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

Share This

COMMENTS