বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১২ Views
রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধি: ‘পরিছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগান সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার সাড়ে ১০ টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘বিডি ক্লিন’ কালাই শাখা আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এরপর ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসানের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। আরও বক্তব্য দেন ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক রাকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘ আমরা নিজেদের ঘর পরিষ্কার রাখি। কিন্তু যতো ময়লা আর নোংরা জিনিস ঘরের বাইরে ফেলে পরিবেশ দূষিত করি। আসলে আমার ঘরকে পরিষ্কার রাখা যেমন আমার দায়িত্ব। ঠিক তেমনি ঘরের বাইরের পরিবেশ পরিস্কার রাখাও আমার দায়িত্ব।
আমরা বাইরের দেশের রাস্তাঘাট ও যাবতীয় পরিবেশ দেখতে পাই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। উন্নত দেশে এটা সম্ভব হয়েছে সে দেশের সচেতন নাগরিকদের কারণ। আমাদের দেশের সরকার কেন এ ক্ষেত্রে সফল না হওয়ার কারণ আমাদের বেশির ভাগ নাগরিক অসচেতন। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও আমরা উদ্বুদ্ধ করব।’
Share This

COMMENTS