কালাইয়ে নেশাজাতীয় ট্যবলেটসহ এক মাদক কারবারি আটক
রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে নেশাজাতীয় নিষিদ্ধ ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ফকির (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া স্বপন ফকির কালাই উপজেলার পুনট গ্রামের মোশারাফ হোসেন ফকিরের ছেলে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, স্বপন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় স্বপনের কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালাই থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাহিদ হাসান জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন নামে এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করে। আইনগত প্রক্রিয়া শেষে স্বপনকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।