রাজশাহীতে বাংলা মদ, চোলাইমদ, নগদ অর্থ উদ্ধার গ্রেফতার- ২
কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:
রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৯.২ লিটার বাংলামদ, ৩ লিটার দেশীয় চোলইমদ, ৩৩ পিস ইায়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: বুলবুলি বেগম (৫৩) ও মো: আফজাল হোসেন (৩৫)। বুলবুলি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় মৃত মাহাবুলের স্ত্রী। অপর আসামি রাজশাহী জেলার বাগমারা থানার জাংগালপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ-এর সার্বিক তত্ত্বাবধানে মহানগরী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় এসআই মো: ফারহান হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় এক বাড়িতে বাংলা মদ ও দেশীয় চোলাইমদ বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৭ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলি বেগমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯.২ লিটার বাংলামদ, ৩ লিটার দেশীয় চোলইমদ ও নগদ অর্থ উদ্ধার হয়।
অপর একটি অভিযানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম বিকাল পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার বড়গাছি কুঠিপাড়া এলাকা হতে আসামি আফজাল হোসেনকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।