বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

বিরলে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ সহযোগিতায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপজেলা পরিষদ চত্বরে হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফারজানা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার, সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান, বিরল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম প্রমূখ। উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোস্তফা হাসান ইমাম।
সেমিনার শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন স্কুল-কলেজ কর্তৃক স্টলগুলো পরিদর্শন করেন।

Share This

COMMENTS