ঘোড়াঘাটে ছাদ থেকে পড়ে কোচের সহকারী মুত্যৃ
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ছাদ থেকে পড়ে চালকের সহকারী আল-আমিন (৫৫) মৃত্যৃ হয়েছে। বুধবার (১লা জানুয়ারী ) সন্ধা সাড়ে ৭ টায় উপজেলা রাণীগঞ্জ বাজার রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিনের বাড়ি সিরাজগঞ্জের চান্দায়কোনা এলাকায়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বাজারের কাপড় ব্যবসায়ীরা সিরাজগঞ্জ থেকে কাপড় কিনে রেখা কোচের ছাদে করে নিয়ে আসছিলেন। রাণীগঞ্জ বাজার রহমানিয়া হোটেলের সামনে কোচটি এসে পৌছালে, ব্যবসায়ীদের কাপড়ের ঢোপ নামিয়ে দেওয়ার জন্য ছাদে উঠেন চালকের সহকারী আল-আমিন। ছাদ থেকে কাপড়ের ঢোপ নীচে নামাতে গিয়ে নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে সে ছাদ থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। তার নাক মুখ ফেটে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে নিয়ে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের লোকজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের সাথে কথা বলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।