বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এর আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এর আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭ Views

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির যুক্তরাজ্য সহ-সভাপতি ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান এর আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপি ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে গতকাল শনিবার বিকেল ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলোয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। পরিচিতি ও মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান তিনি তার বক্তব্যে বলেন, আমি অত্যন্ত আনন্দিত আমি আপনাদের মাঝে থাকতে পেরে। গর্ববোধ করছি। ৫ই আগষ্ট ছাত্র জনতার অভুত্থানের মধ্যে দিয়ে দেশ আর একবার বিজয় অর্জন করেছে। সেই আন্দোলনে ছাত্রজনতা, দিনমজুর কৃষক ও বিভিন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন এবং বিজয় অর্জন করে। এদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আওয়ামীলীগ সরকারের শাসন আমলে আমাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নি। আমার পিতার মৃত্যুর খবর শোনার পরও আমি দেশে আসতে পারিনি ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের কারণে। আজকের এই দিয়ে সবাইকে কাছে পেয়ে আমি আনন্দিত।
পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ নবীউল ইসলাম।
পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি, পার্বতীপুর উপজেলা বিএনপি’র আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি জেলা বিএনপি দিনাজপুর এর এ্যাডভোকেট মোফাজ্জাল হোসেন দুলাল।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ (কচি)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসনে, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মাহাবুব আহম্মেদ, জেলা যুবদলের আব্দুল মোন্নাফ মন্ডল।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্ঠা সদস্য ও অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)।
অন্যান্যদেতর মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল বাসার, খয়েরবাড়ী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যার ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহ-সভাপতি নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ চৌধুরী, উপজেলা যুব দলের আহব্বায়ক আবু সাইদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম জাকিউর রহমান চঞ্চল, উজেলা ছাত্র দলের আহব্বায়ক জিয়াবুর হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলআমিন সরকার পাপ্পু।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনয় ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী ও উপজেলা যুব দলের সাবেক ছাত্রনেতা ও সদস্য সচিব মাহাবুব আলম মিলন।
উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মী ও হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও পাবর্তীপুর এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মী। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This