ধানতাড়া আনন্দ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধানতাড়া আনন্দ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে আনন্দের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকালে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং নারী-পুরুষ। ছেলেদের জন্য আয়োজন করা হয় দৌড়, মোরগ লড়াই, লং জাম্প, বাঁশ খেলা, ধীর গতিতে সাইকেল চালানো, বেলুন ফাটানো, তাল গাছ হওয়া, অংক দৌড়, বস্তা দৌড় এবং বালতিতে বল নিক্ষেপের মতো মজাদার এবং ঐতিহ্যবাহী খেলাধুলা।
অন্যদিকে মেয়েদের জন্য ছিল পায়না তাই খায়না, দড়ি ঘুরানো, বালিশ বদল, হাড়ি ভাঙ্গা, পাখি উড়া, পয়সা নিক্ষেপ, সুঁচে সুতা লাগানো এবং অংক দৌড়ের মতো আকর্ষণীয় প্রতিযোগিতা।
সন্ধ্যার আগে বিকেল ৫টায় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধানতাড়া গ্রামের প্রবীণ মুরুব্বিরা এই পুরস্কার বিতরণ করেন। তারা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।
পুরস্কার বিতরণীর পর সন্ধ্যায় শুরু হয় ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা। ধানতাড়া আনন্দ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের বিনোদন এবং সামাজিক বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে তারা প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকেন। এবারের আয়োজনে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত খুশি।
স্থানীয়রা মনে করছেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি শিশু-কিশোর ও যুব সমাজকে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করছে।