উদীচীর নাম মুছে ফেলায় বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ।।
২৮ Views
স্টাফ রির্পোটারঃ
গত ১৬ ডিসেম্বর দিন বদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসব জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু দুর্বৃত্তরা বিজয় উৎসব মঞ্চের ব্যানারে উদীচী নাম মুছে দেয়ার প্রতিবাদ ১৮ ডিসেম্বর বুধবার মত বিনিময় সভা উদীচী কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
বগুড়া উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, দিন বদলের মঞ্চের সাবেক সভাপতি ফিরোজ হামিদ খান রিজভী, বগুড়া কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পাল, বগুড়া উদীচী সহ সভাপতি আরিফুর রহমান, এ্যাড. লুৎফর রহমান, দিন বদলের মঞ্চে সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ক্ষেতমজুর সমিতি সদর কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন, বগুড়া উদীচীর সম্মেলন প্রস্তুতি পর্ষদ এর সদস্য সচিব কামরুন মুনিরা ডালিয়া, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার দপ্তর সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত প্রমুখ।
বক্তারা বলেন, “একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘ এই সময়ে সমাজ ও রাজনীতির উত্থান-পতন ও পালা বদলের সকল পর্বের সংগ্রামে উদীচী ভূমিকা রেখেছে, যুক্ত থেকেছে গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতা বিরোধী ও অধিকার আদায়ের সকল সংগ্রামে, যুক্ত থেকেছে এ বছর ছাত্র-জনতার জুলাই-অভ্যুত্থানের আন্দোলনে।
আমরা লক্ষ্য করছি যে, এ অভ্যুত্থনে আকাঙ্খা নষ্ট বা ভিন্ন খাতে প্রবাহিত করা জন্য মব-জাস্টিসের নামে দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ঘটনা ঘটেছে। মাজার, মসজিদ, মন্দিরে হামলা হয়েছে। শিক্ষকেরা লাঞ্চনার শিকার হয়েছে। যা নতুন বাংলাদেশের জন্য শুভকর নয়।”
উদীচী সকলবাঁধা উপেক্ষা করে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াসহ মানবমুক্তির লড়াইয়ে দৃঢ় পায়ে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু দুর্বৃত্তরা বিজয় উৎসব অনুষ্ঠানে উদীচী’র নাম ব্যবহারে বাধা দেয়া এবং মঞ্চ থেকে উদীচীর নাম মুছে দেয়ায় প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানান।