দুপচাঁচিয়া স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি কাজল সাধারণ সম্পাদক সাধন চন্দ্র।।
মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।
অত্র সমিতির উপদেষ্টা মাহফুজুর রহমান মিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় মোঃ জহুরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক দ্বিবার্ষিক সম্মেলনে বাৎসরিক হিসাব নিকাশ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিলীপ সাহা। বিশেষ অতিথি ছিলেন ফুতু অধিকারী।৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ রেজানুর তালুকদার রাজিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরঞ্জিত কুমার। সাংগঠনিক সম্পাদক সাধন কুমার।বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোসাব্বর হাসান মুসা।
প্রথম অধিবেশন সমাপনার্থে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। উপদেষ্টা মাহফুজুর রহমান মিন্টু বক্তব্য রাখেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করার সমর্থনের মাধ্যমে কমিটি গঠনকল্পে সদস্যের নিকট প্রস্তাব রাখেন।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সভাপতি পদে মোহাম্মদ জাহিদুর রহমান কাজল এর নাম প্রস্তাব করা হয়।সকল সদস্যগণ তার সমর্থন করেন। সাধন চন্দ্রের নাম প্রস্তাব করেন এবং সকলে সমর্থন করেন সাধারণ সম্পাদক পদে তিনি নিবাচিত হন। পরে কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
দুপচাঁচিয়া স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির ত্রি- বাষিক সাধারণ সভা ২০২৪ইং সভাপতি জাহিদুর রহমান কাজল। সেক্রেটারি সাধন চন্দ্র কর্মকার। কোষাধ্যক্ষ তরুন অধিকারি। সাংগঠনিক জাহিদুর রহমান নিবার্চিত হয়েছেন।
সন্ধ্যাবেলায় এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।