নওগাঁয় হয়রানি অর্থ লুটপাটের দায়ে নিজ ভায়ের নামে সংবাদ সম্মেলন
১০৪ Views
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় হয়রানি অর্থ লুটপাটের দায়ে নিজ ভায়ের নামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর সাড়ে বারোটায় নওগাঁর বালু ডাঙ্গা নিউজ ২১ টিভি নওগাঁ প্রতিনিধির অফিসে এ সংবাদ সম্মেলনে মো: মাসুদ রানা বলেন, মহাদেবপুরে ৪টি অটো বয়লার হইতে ধান- চাল, খুদ, ব্যান্ড জোর পূর্বক এককভাবে বিক্রয় করেছে যার মূল্য এছাড়াও ১টি ফিলিং স্টেশন এর মজুদ তেল জোর পূর্বক বিক্রয় করেছে। আমার গরুর সেড থেকে গরু জোর পূর্বক বিক্রয় করেছে আমাদের ৮টি ট্রাক, ১টি ট্যাংক লরী, ৩টি ট্রাক্টর, ১টি ভুটভুটি নিজ দখলে নিয়ে নিজের একক বলে দাবী করতেছে।
৫টি পুকুর থেকে পুকুরের চাষকৃত প্রায় দুই কোটি টাকার মাছ মারিয়া অন্যত্র বিক্রয় করেছে। পুকুরে পানি সেচ দেওয়া ২টি সাবমার্সেবল মটর জোর পূর্বক আত্মসাৎ করেছে। এছাড়াও তিনি আরো বলেন, আমি মোঃ মাসুদ রানা, পিতাঃ মৃত মোঃ মোদাচ্ছের আলী। আমার বাবার মৃত্যুর পর আমরা দুই ভাই আমি ও আমার ভাই সাজেদুর রহমান সাজু পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্যবসা পরিচালনা করি এবং সেই মোতাবেক আল আরাফা ইসলামী বাংক পিএলসি মহাদেবপুর শাখা থেকে আমাদের ০৩(তিন) প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ১০৬ (একশত হয়) কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। যা মেসার্স আবেজান চাউল কল, মেসার্স মৌসুমী চাউল কল, এবং মেসার্স মাসুদ ফিলিং স্টেশন আমাদের। কিন্তু গত ০১/০৭/২০২৪ ইং তারিখে আমার ভাই মোঃ সাজেদুর রহমান (সাজু) পারিবারিক দন্দ্বের কারণে মিল/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং ম্যানেজার, ক্যাশিয়ার, থেকে খাতাপত্র ও টাকা পয়সা নিয়ে ম্যানেজার, মিস্ত্রী, লেবার কে বের করে দেয়। পরবর্তীতে সে নতুন অবৈধ বখাটে লোকজন নিয়ে ০৩/০৭/২০২৪ ইং তারিখ থেকে বর্তমান পর্যন্ত মিলে মজুদকৃত ধান/চাল অবৈধ ভাবে বিক্রয় করিতেছে। কিন্তু বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকে জমা করছেনা বরং সে ২৬ কোটা ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করছে।
আমার মা সাহারা বিবি তিনি দাবী করছেন, আমার কাছে থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা পায় যা ভিত্তিহীন। বাংক থেকে লোনের টাকা উত্তোলন হওয়ার পর দেওয়ার কথা তবে লোন অনুমোদন হলেও আমার ভাই ও আমার যৌথ একাউন্টে আমার ভাই সই না করার জন্য টাকা উত্তোলন করতে পারিনি।
এছাড়াও আমার কাছে থেকে চাঁদা বাবদ ২ কোটি টাকা চাঁদা চেয়ে আমার আপন ছোট ভাই সাজেদুর রহমান সাজু হুমকি ধামকি দিচ্ছে আমি প্রাণের ভয়ে মহাদবপুর যেতে পারছি না আমি ও আমার পরিবার খুব ভয়ে আছি। এ ছাড়াও আমার ভাই মিথ্যা সংবাদ প্রচার করছে যা ভিত্তিহীন।