সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় মহুয়া হোসেন তৃষা (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত তৃষা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিনুল ইসলামের মেয়ে।

রবিবার (১২ জুন) সকাল পৌনে ১০ দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানান, তৃষা তার খালাতো ভাই পলাশের সাথে মোটরসাইকল করে মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়ার নিজ বাড়ি থেকে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো। পথিমধ্যে জেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তৃষা ও তার খালাতো ভাই পলাশ ছিটকে পড়ে যায় এবং এর পরপরই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই পাওয়ার ট্রলি (স্যালো ইঞ্জিন চালিত) তৃষার বুক ও মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের দুজনকে আহত অবস্থায়  উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৃষাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares