শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাভারণ ডিগ্রী কলেজে আবুল হাসান জহির এর সংবর্ধনা অনুষ্ঠান

নাভারণ ডিগ্রী কলেজে আবুল হাসান জহির এর সংবর্ধনা অনুষ্ঠান

৫০ Views

আব্দুল মান্নান, শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় নাভারন ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় নাভারণ কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাভারণ কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,নাভারণ কলেজের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব দাউদ হোসেন, মো:আব্দুল খালেক, জয়দেব কুমার রায়, মো: নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের মো: আজিজুর রহমান, বুরুজবাগান হাই স্কুলের মো: রুহুল কুদ্দুস, বুরুজ বাগান হাই স্কুলের মো: শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাভারণ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রফেসর তৌহিদুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, সালাউদ্দিন মান্না, সবুজ হোসেন, সাজেদুর রহমান সাজু। প্রধান অতিথি আবুল হাসান জহির তার বক্তব্য বলেন,আমরা নাভারন কলেজ কে একটি দুর্নীতি মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। বিগত সরকারের ১৭ বছরের শাসন আমলে এই কলেজটি একটি রাজনৈতিক আখড়া হিসেবে পরিচিত ছিল। লেখাপড়ার নামে এখানে ছাত্র-ছাত্রীদের সাথে প্রহসন করা হয়েছে। ভালো রেজাল্ট কখনো করতে দেখিনি। বিগত সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের অসহায় করে দিয়েছে। তাদেরকে বানিয়েছে রাজনৈতিক হাতিয়ার। যে কারণেই শিক্ষাব্যবস্থা আজ সর্ব শান্ত হয়ে পড়েছে। তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সচেতন হতে হবে। ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাদের হাত থেকে মোবাইল অপসারণ করতে হবে।আপনাদেরকে সঠিক সময়ে কলেজে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন তোমাদের বাবা-মা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবার জন্য শিক্ষাঙ্গনে পাঠায়। সেখানে লেখাপড়া না করে অন্য কিছু করার কোন অবকাশ নেই। তিনি বলেন জিপিএ ফাইভ পেলেই ভালো কিছু শেখা যায় না। জিপিএ-৫ না পেয়েও অনেক কিছু শেখা যায়। তোমাদের সেদিকে মনোনিবেশ করতে হবে। শুধু ভালো ফলাফলের আশা না করে ভালো কিছু শেখার চেষ্টা করতে হবে। তিনি নাভারণ কলেজ কে শার্শা উপজেলা তথা যশোর জেলার একটি অন্যতম মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করায় তার মূল লক্ষ্য এমন কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share This

COMMENTS