মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস পালিত

লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস পালিত

৪৩ Views
লালমনিরহাট প্রতিনিধি।  লালমনিরহাটে  বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের থানা পাড়াস্থ লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাওন হোসেন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, লালমনিরহাট ডেইরী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এফএ (এআই) মোঃ সামসুজ্জামান বসুনিয়া প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এর আগে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Share This

COMMENTS