শুক্রবার- ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নড়াইলে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ গ্রেপ্তার ১

নড়াইলে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ গ্রেপ্তার ১

উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ  নড়াইলের লোহাগড়ায় ৭০ পিচ ইয়াবাসহ মো.দুখু শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার দিঘলিয়া এলাকা থেকে আটক করেন। আটককৃত দুখু শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মো. আফজাল শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই লিটনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা শারল মোড় থেকে মাদক ব্যবসায়ী দুখু শেখ কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে তার কাছে থেকে পলিথিনে মোড়ানো ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares