বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে দরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ 

লালপুরে দরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ 

স্টাফ রিপোর্টারঃ  নাটোরের লালপুরে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) সকাল ১১ টায় উপজেলার গোপালপুর পৌরসভার কার্যলয়ে ৯০ জন নারীর হাতে হাঁসের বাচ্চাসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি।
এবিষয়ে পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, আত্মনির্ভরশীল বাংলাদেশে নারীরা কেন পিছিয়ে থাকবে! বেকারত্ব ঘুচে নারীরা যেন আত্মনির্ভরশীল হতে এজন্য প্রাথমিক ভাবে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। পযার্যে পৌর এলাকার সকল দারিদ্র নারীকে আত্মনির্ভর করতে এমন প্রকল্পে আওয়াতায় নিয়ে আসাবে।
এসময় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর নির্বাহী  কর্মকর্তা হাফসা শারমীন, সংরক্ষিত আসনের মহিলা কমিশনার মমতাজ বেগম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুর রহমান প্রমূখ।
১০৬ বার ভিউ হয়েছে
0Shares