শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর হামলা

পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর হামলা

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে খয়েরপুকুর হাট এলাকায় রেলের লীজকৃত জমির দখলকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত আনুমানিক ১ টার সময় ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের স মিলের অফিসে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে।

ভূক্তভোগী ইউপি সদস্য অভিযোগ করেন যে, ২৫ এপ্রিল দিনে ওই জমিতে রেলের লীজকৃত যায়গা দাবী করে পূর্ব হোসেনপুর সিঙ্গারপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে মোঃ শাহ আলম গাছ লাগান। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই আকরাম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাংচুর ও লুট করা হয়। এসময় তার অফিসে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা, একটি এলইডি টিভি ও আকাশমনি গাছের গুল নিয়ে যায় দূর্বৃত্তরা। চুরি হওয়া গাছের গুলের মুল্য প্রায় ২ লক্ষ টাকা। সেই সাথে অফিসে টানিয়ে রাখা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে কে বা কাহারা। আকরাম হোসেনের অভিযোগ, ওই জমি নিয়ে বিরোধের জেরে তার অফিসে হামলা, ভাংচুর ও লুট করে শাহ আলম (৪০), আব্দুর রহিম (৬০), আবুল বাশেদ (৪৫) ও নাহিদ (২৫)। তাদের ৪ জনের নামে সন্দেহ করে এজাহার দিয়েছেন ভূক্তভোগী আকরাম হোসেন পার্বতীপুর মডেল থানায়। মধ্যপাড়া ফাঁড়ীতে অভিযোগ এএসআই মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ইউপি সদস্য বিএনপির লোক। আমাদের ফাসানোর জন্য মিথ্যা এ অভিযোগ করেছেন। অপর আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে রেলের লীজকৃত জায়গায় লাগানো গাছ প্রকৃত জমির মালিক মাহাফিজুল হক চৌধুরী গত ২৬/০৪/২০২২ইং তারিখে সকাল ৯ ঘটিকার সময় গাছের চারাগুলি তুলে ফেলেন এবং তার পৈতিক জমি বলে দাবি করেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS