বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে ভোক্তা অধিকার আইনে ৫হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে ভোক্তা অধিকার আইনে ৫হাজার টাকা জরিমানা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে নেত্রকোনার দুর্গাপুরে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে এ জরিমানা আদায় করেণ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান।

দোকানে মুল্য তালিকা টানানো না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুমুদগঞ্জ বাজারের সুরুজ আলী নামীয় এক ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়িদের সার ইস্যুতে কঠোরভাবে সতর্ক করা হয়। কৃষকদের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। এ সময় উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক আনিস।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS