বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় প্রার্থীতা ঘোষণা করলেন প্রবাসী বিএনপি নেতা আবদুল মান্নান

সেনবাগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় প্রার্থীতা ঘোষণা করলেন প্রবাসী বিএনপি নেতা আবদুল মান্নান

১৪ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সৌদি প্রবাসী ধর্ণাঢ্য ব্যবসায়ী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান। শুক্রবার দুপুরে সেনবাগ পৌর শহরের নিজেদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্যে আবদুল মান্নান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করে তার রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। আগামীর একটি সুখী সমৃদ্ধ, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সেনবাগ গড়তে তার বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানান। তিনি আরো বলেন, দীর্ঘ ৩০ বছরের ও বেশি সময় বিদেশে ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত ছিলাম। জেল ও খেটেছি। দল যদি মনোনয়ন দেয়, তাহলে নির্বাচিত হয়ে সেনবাগে সার্বিক উন্নয়নে ভুমিকা রেখে বাকী জীবন সেনবাগবাসীর কল্যাণে কাজ করে যাবেন বলেও তিনি জানান।
সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট আজিজুর রহমান মিশুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফ উল্যাহ মাসুদ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আহাম্মদ, ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ মামুন মেম্বার, অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন ভাসানী, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS