বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

Views

গাইবান্ধা প্রতিনিধি ; সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ।
বুধবার (২৬ ফেব্রæয়ারি) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর বাজারের চারমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আবির খান, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় শাখার আহবায়ক মোঃ মুহিদ মিয়া প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি’র দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ছাত্রফ্রন্ট নেতা ধনঞ্জয় কুমার নিহার।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। প্রায় সাত মাস পরে একদিনে ৭৪টি ধর্ষণের ঘটনা ঘটছে। ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী আর গরীর মানুষ। তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান।

 

Share This

COMMENTS